কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: উত্তরবঙ্গ পৌষ মেলাতেও এবার বন্ধ বাংলাদেশের ষ্টল, প্রবেশ করতে পারবে না কোন বাংলাদেশী। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পৌষ মেলায় এবার বড় পরিবর্তন। এই বছরের মেলায় বাংলাদেশের কোনো স্টল থাকছে না। উত্তরবঙ্গ পৌষ মেলা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।
মেলা কমিটির অন্যতম প্রধান দিব্যেন্দু দাস জানিয়েছেন, “জাতীয় পতাকা প্রতিটি দেশের কাছে গর্বের প্রতীক। এর অপমান আমরা ভারতবাসী কখনওই মেনে নিতে পারি না। এই কাজ যারা করে, তারা মানুষের গণ্ডিতেই পড়ে না। দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান থাকা অত্যন্ত জরুরি। কিন্তু প্রতিবেশী দেশ বাংলাদেশ শুধু আমাদের জাতীয় পতাকাকে অপমান করেনি, ১৫০ কোটি ভারতবাসীর আবেগকেও আঘাত করেছে। ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকে, অথচ তারাই আমাদের অপমান করল। তাই এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি।”
তিনি আরও জানান, “পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হবে। কিন্তু এই বছর মেলায় বাংলাদেশের স্টল রাখার কোনো প্রশ্নই নেই। দু’দেশের সম্পর্কের উপর ভিত্তি করেই ভবিষ্যতে এই সিদ্ধান্ত বদলানোর কথা ভাবা হবে।”
বাংলাদেশি স্টল না থাকায় এবারের পৌষ মেলায় কিছুটা হলেও ভিন্ন রূপ দেখা যাবে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণেও একধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে মেলা কমিটির স্পষ্ট বক্তব্য, জাতীয় মর্যাদার সঙ্গে কোনো আপস করা সম্ভব নয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |