নতুন অর্থবর্ষের শুরুতেই কেন্দ্র সরকার দিল এক দারুণ সারপ্রাইজ! আধার কার্ড নিয়ে যাঁরা প্রায়ই ঝামেলায় পড়েন—তাঁদের জন্য এটা কিন্তু সত্যিই স্বস্তির খবর।
হ্যাঁ, একদম ঠিক শুনছেন। এবার থেকে আর আধার কার্ডের ফটোকপি বা জেরক্স সঙ্গে নিয়ে ঘোরাঘুরির ঝামেলা নেই। লঞ্চ হয়েছে একেবারে নতুন Aadhaar App, যা আপনার মোবাইলেই আধার সংক্রান্ত প্রমাণপত্র হিসেবে কাজ করবে।
এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজেই আধার সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই করাতে পারবেন। আর সেটা করতে গিয়ে কোনও ফিজিক্যাল কার্ড বা ফটোকপির আর প্রয়োজনই হবে না।
Aadhaar App লঞ্চ করল কেন্দ্র
নতুন Aadhaar App নিয়ে এবার বিশেষ বার্তা দিলেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সম্প্রতি এক্স (পূর্বে টুইটার)-এ শেয়ার করা একটি ভিডিওতে তিনি জানালেন, এই অ্যাপের সবচেয়ে বড় আকর্ষণ—ফেস আইডি দিয়ে প্রমাণীকরণ (Face Authentication)।
আর একটা দারুণ বিষয় হল—ব্যবহারকারীর সম্মতি ছাড়া কোনও ডেটা শেয়ার হবে না। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, আপনার অনুমতি থাকলেই কেবলমাত্র তথ্য ভাগ করা যাবে।
এই মুহূর্তে অ্যাপটি রয়েছে বিটা টেস্টিং পর্যায়ে, যেখানে নানা দিক থেকে এটি পরীক্ষা-নিরীক্ষা চলছে। উদ্দেশ্য একটাই—আধার যাচাইকরণকে আরও সহজ, আধুনিক ও নিরাপদ করা।
নতুন আধার অ্যাপের ফিচার কী কী?
১. যা দরকার, শুধু সেটাই শেয়ার করুন!
এবার আপনি নিজেই ঠিক করবেন, আধার থেকে কোন তথ্য শেয়ার করবেন। ফলে আপনার ব্যক্তিগত তথ্য থাকবে একেবারে সুরক্ষিত।
২. UPI-র মতো সহজ যাচাইকরণ
একটা স্ক্যানেই যেভাবে টাকা পাঠান, ঠিক তেমনভাবেই আধার যাচাইকরণ হবে—দ্রুত, সহজ আর ঝামেলাহীন।
৩. না আর কাগজপত্রের ঝামেলা!
ফটোকপি বা স্ক্যান করা আধার আর লাগবে না। সব কাজ হবে অ্যাপের মাধ্যমেই।
৪. মুখ দেখালেই চলবে!
অ্যাপটি ফেস আইডি দিয়ে লগইন ও যাচাইয়ের সুবিধা দিচ্ছে, যাতে নিরাপত্তা এক ধাপ এগিয়ে যায়।
৫. হোটেল, দোকান বা ভ্রমণে আর কপি নেওয়ার দরকার নেই
যেখানেই যান, আধার কপি নেওয়ার ঝামেলা থেকে এবার মুক্তি। শুধু অ্যাপ থাকলেই চলবে।
৬. পুরো সিস্টেমটাই ডিজিটাল
১০০% প্রক্রিয়া ডিজিটাল হওয়ায় আপনার পরিচয় রয়ে যাবে পুরোপুরি নিরাপদ।
৭. ডেটা ফাঁস বা অপব্যবহার? চিন্তা নেই!
এই অ্যাপের মাধ্যমে আধার সংক্রান্ত তথ্যের অপব্যবহার বা ফাঁস হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে।
৮. জালিয়াতি বন্ধ হবে
আধার তথ্যের হস্তক্ষেপ বা জালিয়াতি এই অ্যাপের কারণে কার্যত অসম্ভব হয়ে যাবে।
৯. দ্রুত ও সহজ যাচাইকরণ
মাত্র কয়েক সেকেন্ডেই আধার যাচাই হয়ে যাবে, তাও একদম সহজ পদ্ধতিতে।
১০. গোপনীয়তা আগের চেয়েও অনেক বেশি সুরক্ষিত
পুরনো পদ্ধতির তুলনায় এই অ্যাপে ব্যবহারকারীর গোপনীয়তা অনেক বেশি শক্তপোক্ত।