Hair Care Tips:বর্ষাকালে চুল শুকাতে আমদের হেয়ার ড্রায়ারের সাহায্য নিতেই হয়। নয়তো ভেজা চুল থেকেই স্ক্যাল্পে সংক্রমণ হতে পারে। এদিকে হেয়ার ড্রায়ার কেনার আগে অনেকেই বুঝতে পারেন না কোনটা নেব কোনটা নেব না । তাই হেয়ার ড্রায়ার কেনার আগে কী কী জিনিস দেখে নিতে হবে। আসুন ঝটপট জেনে নেওয়া যাক কি কি দেখে হেয়ার ড্রায়ার নেব আমরা।
Table of Contents
Hair Care Tips: হেয়ার ড্রায়ার ব্যবহারের নিয়ম
শীতের মৌসুমে চুল শুকানো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাড়াই। অনেকেই আছেন এই সময়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করে থাকেন। আর কিছু মানুষ হয়তো ব্যবহার করার পরিকল্পনা করছেন। তবে কি জানেন চুলের ঘনত্ব অনুযায়ী হেয়ার ড্রায়ার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, কম ঘন চুলের জন্য যেটি উপযুক্ত অন্যদিকে বেশি ঘন চুলের ক্ষেত্রে সেটি তেমন কার্যকরী নাও হতে পারে।
শুধু চুল শুকানোর কাজেই হেয়ার ড্রায়ার ব্যাবহার হয় না, বরং এটি চুলের স্টাইল করতেও বেশ কাজে লাগে। বিশেষ করে শীতকালে যখন অনুষ্ঠান লেগেই থাকে, তখন দ্রুত এবং সুন্দরভাবে চুল স্টাইল করে নিতে হেয়ার ড্রায়ার অনেকটাই সাহায্য করে। তাই একটি হেয়ার ড্রায়ার কেনার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। এটি চুল এবং মাথার ত্বকের সুস্থতার সঙ্গে সরাসরি সম্পর্কিত, তাই ড্রায়ারের তাপমাত্রা নিয়ন্ত্রণ, এর প্রযুক্তি, এবং চুলের ধরণ অনুযায়ী সঠিক মডেল বেছে নেওয়া গুরুত্বপূর্ণ।
আপনি বাজারে গেলেন আর একটু বেশি দামের একটি হেয়ার ড্রায়ার কিনে ভাবলেন, “ঠিক আছে, কাজ তো চলবেই। কিন্তু জানেন কি, হেয়ার ড্রায়ার কেনার সময় এর ওয়াট নিয়ে একটু ভাবা জরুরি? সাধারণত বাজারে ৭০০ থেকে ১৮০০ ওয়াটের হেয়ার ড্রায়ার পাওয়া যায়। তবে চুলের ঘনত্ব অনুযায়ী ড্রায়ার নির্বাচন করাটা আপনার চুলের সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
রূপ বিশেষজ্ঞদের মতে, যদি আপনার চুল খুব ঘন হয়, তবে বেশি ওয়াটের (উচ্চ শক্তিসম্পন্ন) হেয়ার ড্রায়ার ব্যবহার করা নিরাপদ। কারণ এতে চুল দ্রুত শুকাতে সাহায্য করে। কিন্তু যদি আপনার চুল পাতলা হয়, বেশি ওয়াটের ড্রায়ার চুলের ক্ষতি করতে পারে। এতে শুধু চুলই নয়, চুলের গোড়াও দুর্বল হয়ে যেতে পারে।
হেয়ার ড্রায়ার ব্যবহারে যেসব ভুল করবেন না
সম্পূর্ণ ভেজা চুলে ড্রায়ার ব্যবহার করবেন না: অনেকেই গোসল শেষে তাড়াহুড়ো করে চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার হাতে তুলে নেন। কিন্তু জানেন কি, পুরোপুরি ভেজা চুলে ড্রায়ার ব্যবহার করলে চুলের কোষগুলো ভেঙে যেতে পারে, আর তার ফলে চুল রুক্ষ ও ভঙ্গুর হয়ে যায়। তাই গোসলের পর সরাসরি হেয়ার ড্রায়ার না ব্যবহার করে, আগে তোয়ালে দিয়ে ভালোভাবে চুল শুকিয়ে নিন। চুল থেকে অতিরিক্ত পানি শুষে নেওয়ার পর ড্রায়ার ব্যবহার করলে চুল অনেক কম ক্ষতিগ্রস্ত হবে এবং সেই সঙ্গে চুলের স্বাস্থ্যও ঠিক থাকবে। (আরও পরুনঃ Detox Drink for Skin: ৫৫ বছরেও টানটান জেল্লাদার ত্বক! )
চুল কখনো অতিরিক্ত শুকাবেন না: প্রতিদিন নিয়ম করে হেয়ার ড্রায়ার ব্যবহার করা মোটেও ভালো অভ্যাস নয়। বরং যেদিন সত্যিই প্রয়োজন, সেদিনই ড্রায়ার ব্যবহার করুন। নিয়মিত ড্রায়ারের তাপে চুলের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়, যা চুলকে দুর্বল ও রুক্ষ করে তুলতে পারে। চুল শুকিয়ে যাওয়ার পরও ড্রায়ার চালিয়ে রাখবেন না, এতে চুল আরও ক্ষতিগ্রস্ত হয়। তাই চুল শুকিয়ে গেলেই ড্রায়ার বন্ধ করে দিন এবং চুলকে স্বাভাবিকভাবে বিশ্রাম দিন।
সব চুল একসঙ্গে শুকাতে যাবেন না: যাদের চুল একটু লম্বা, তাদের জন্য হেয়ার ড্রায়ার দিয়ে একসঙ্গে সব চুল শুকানো ঠিক নয়। এতে চুল সহজে শুকায় না এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। বরং চুলকে কয়েকটি ভাগে ভাগ করে নিন, এরপর প্রতিটি ভাগ আলাদা করে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন। এতে চুল সহজে শুকাবে এবং ক্ষতির আশঙ্কাও কমে যাবে।
মাথার তালুর কাছাকাছি হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না: অনেকেই চুল দ্রুত শুকানোর জন্য তাড়াহুড়ো করে হেয়ার ড্রায়ার খুব কাছাকাছি নিয়ে ব্যবহার করেন, বিশেষত মাথার তালুর কাছে। যদিও এতে চুল দ্রুত শুকিয়ে যায়, তবে সরাসরি অতিরিক্ত তাপ মাথার তালুর ক্ষতি করে। এতে চুলের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয়, আর দীর্ঘমেয়াদে চুল দুর্বল হয়ে যেতে পারে। তাই ড্রায়ার ব্যবহারের সময় সবসময় তালু থেকে কিছুটা দূরে রেখে ব্যবহার করা উচিত। (আরও পরুনঃ শীতের আগে ত্বকের যত্ন: গোড়ালি কিংবা ঠোঁট ফাটা দূর করতে ঘি থাকলেই হবে? )
হেয়ার ড্রায়ার ব্যবহার: হেয়ার ড্রায়ার কখনোই মাথার এক জায়গায় বেশিক্ষণ ধরে রাখবেন না। বরং চুল শুকানোর সময় ড্রায়ারটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করুন, যাতে তাপ সারা মাথায় সমানভাবে ছড়ায়। এক জায়গায় অনেকক্ষণ ধরে রাখলে মাথার তালুর ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে।
সবচেয়ে ভালো উপায় হলো, চুল বাতাসে শুকানো বা তোয়ালে দিয়ে আলতো করে মোছা। হেয়ার ড্রায়ার বা ফ্ল্যাট আয়রনের মতো যন্ত্রপাতি দ্রুত চুল শুকানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু এগুলো যেন নিত্যদিনের অভ্যাসে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ নিয়মিত ব্যবহার করলে আপনার মসৃণ চুল খুব সহজেই রুক্ষ হয়ে যেতে পারে।
বর্ষায় চুল তাড়াতাড়ি শুকাতে চান?
বর্ষাকালের স্যাঁতসেঁতে আবহাওয়ায় শ্যাম্পু করতেই যেন গায়ে জ্বর আসে অনেকের। কারণ এই সময় চুল শুকাতে্র অনেকক্ষণ সময় লাগে। আর চুল ভেজা থাকলে সর্দি-কাশি এবং সাইনাসের ইনফেকশনের সমস্যা বাড়ে। এমনকী স্ক্যাল্পেরও নানা সমস্যা দেখা দিতে পারে। তাই চিকিৎসকেরা বর্ষাকালে দ্রুত চুল শুকিয়ে নেওয়ারই পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু এমন আবহাওয়ায় চুল শুকাতেও যে সময় লাগে। সেজন্য এই মরশুমে বিশেষ করে দরকার পড়ে হেয়ার ড্রায়ারের। তাই আপনিও কি হেয়ার ড্রায়ার অর্ডার করতে চলেছেন? তবে কেনার আগে অবশ্যই কিছু জিনিস পরখ করে নেবেন। তাহলে আর ঠকবেন না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |