আগামীকালের আবহাওয়া পূর্বাভাস: চলতি শীতের মরশুম যেন শীতপ্রেমীদের মন ভেঙে দিয়েছে! জানুয়ারি প্রায় শেষের পথে, অথচ প্রকৃত শীতের দেখা নেই বললেই চলে। যদিও দেশের বিভিন্ন রাজ্যে হালকা শীতের আমেজ টুকটাক টিকে আছে, তবে সেটাও যেন ঠিক জমে উঠছে না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—কবে ফিরবে সেই পুরোনো চেনা শীত? এখন সবার নজর আবহাওয়ার পরিবর্তনের দিকেই!
এর মধ্যেই একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের কারণে উত্তুরে বাতাস ঢোকার পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তার বদলে পূবালী হাওয়ার দাপটে রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প, যার ফলে উত্তর থেকে দক্ষিণ—সব জায়গাতেই ঘন কুয়াশার চাদর। এরই মধ্যে ফের নতুন বিপদ! আবহাওয়া দপ্তর ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে, যা শীতপ্রেমীদের আশাকে আরও হতাশ করতে পারে। এবার কি তাহলে শীতের কামব্যাক আদৌ সম্ভব?
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল রাজ্যের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ পারদ খুব একটা নামবে না। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়।
পাশাপাশি আজকের মত আগামীকালও দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে জেলাতেও কুয়াশার দাপট থাকবে সকাল থেকেই। হলুদ সতর্কতা জারি করা হয়েছে জেলাগুলিতে। দৃশ্যমানতা অনেকটাই কমবে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল, শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই অন্তত রবিবার পর্যন্ত। তবে সোমবার থেকে সামান্য বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, শুক্রবার সকাল থেকেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা কার্যত ঘন কুয়াশার চাদরে ঢেকে যাবে।