কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: ২০২৫ আসছে, আর আজ শেষ দিন ২০২৪-এর। নতুন বছরের উৎসব যেন নিরাপদ ও আনন্দময় হয়, সেই জন্য গোটা দেশের মতো শিলিগুড়িতেও শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং। শহরের ব্যস্ততম রাস্তাগুলির মধ্যে হিলকার্ড রোড, সেবক রোড এবং বর্ধমান রোডে গত তিন দিন ধরে চলছে এই বিশেষ তদারকি। পুলিশের তরফ থেকে দ্রুতগামী যানবাহন চলাচলের উপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ, নিয়ন্ত্রণহীন গতির ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
পুলিশ জানিয়েছে, পথচারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছেন। সঠিকভাবে রাস্তা পার হওয়া সত্ত্বেও দুর্ঘটনার কবলে পড়ছেন তারা। সাইকেল আরোহী এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। গত দুদিনে শিলিগুড়ি শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নতুন বছরের শুরুতে এবং বছরের শেষ দিনে, কোনো দুর্ঘটনা যেন কারও আনন্দ মাটি না করে, সেটি নিশ্চিত করতে বাড়ানো হয়েছে ট্রাফিক পুলিশের তৎপরতা।
আজ, ৩১ ডিসেম্বর, শহরের প্রধান রাস্তাগুলির পাশাপাশি পাড়া এলাকাগুলিতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালালে কঠোর শাস্তি এবং মোটা জরিমানা ধার্য করা হবে। শিলিগুড়ি পুলিশ আশাবাদী, সবার সহযোগিতায় নতুন বছর শুরু হবে নিরাপত্তা এবং শান্তির সঙ্গে। আপনার নিরাপত্তা আমাদের দায়িত্ব, তাই ট্রাফিক আইন মেনে চলুন এবং উৎসব উদযাপন করুন দায়িত্বশীলভাবে।