কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসকে এক হাত নিলেন বিধায়ক শঙ্কর ঘোষ, শিলিগুড়িতে একটি সম্মেলন থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা শংকর ঘোষ। তিনি বলেন, “যেভাবে রাজ্য চলছে, তা চলতে দেওয়া উচিত নয়।”
তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে শংকর ঘোষ মন্তব্য করেন, মুখ্যমন্ত্রী দিনের পর দিন মুসলিমদের তোয়াজ করে চলেছেন। তার ফলেই দলীয় নেতারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। তিনি ববি হাকিমের দিকে ইঙ্গিত করে বলেন, “এরপর এমন সময় আসবে যখন তৃণমূলের নেতারা নিজেরাই মুসলমান হয়ে যাবেন। বাংলায় হিন্দু বলে আর কিছুই থাকবে না।”
তৃণমূলের বিরুদ্ধে রাজ্যকে “অন্ধকারে নিয়ে যাওয়ার” অভিযোগ তুলে শংকর ঘোষ বলেন, “আমাদের দায়িত্ব বাংলাকে রক্ষা করা। তৃণমূলকে উৎখাত করাই আমাদের প্রধান লক্ষ্য।” তিনি দাবি করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবেই। তখনই বাংলাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং তৃণমূলের অবসান ঘটানো হবে।
পুরো বক্তব্য জুড়ে শংকর ঘোষ ছিলেন বেশ আক্রমণাত্মক। তিনি তৃণমূল সরকারের বর্তমান নীতির কঠোর সমালোচনা করে রাজ্যের ভবিষ্যতের জন্য তৃণমূলকে সরিয়ে দেওয়ার ডাক দিলেন।